'খনার বচন'এর মূলভাব কী?

A শুদ্ধ জীবনযাপন রীতি

B সামাজিক মঙ্গলবোধ

C রাষ্ট্র পরিচালনার রীতি

D লৌকিক প্রণয় সঙ্গীত

Solution

Correct Answer: Option A

১। খনা ডাকিয়া কন । রোদে ধান ছায়ায় পান ।
অর্থঃ ধানে রোদ না পেলে ধান ভালো হবে না । এবং পান ছায়ায় ভালো হয় ।

২। কার্তিকের উনো জলে  দুনো ধান খনা বলে ।
অর্থঃ কার্তিক মাসে যদি অল্প অল্প বৃষ্টি হয়, তাহা হইলে দ্বিগুণ ধান্য সেই বৎসরে উৎপন্ন হইয়া থাকে।

৩। আউশ ধানের চাষ লাগে তিন মাস ।
অর্থঃ 
আউশ ধান্য রোপণ ও কাটিবার সময়ের মধ্যে তিন মাস গত হইয়া থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions