ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
Solution
Correct Answer: Option B
পৃথিবী গোলাকার বলে সূর্যের সামনে আবর্তন করার সময় ভূ-পৃষ্ঠে দিন রাত্রির বিভিন্ন অবস্থা যেমন প্রভাত-সন্ধ্যা ,ঊষা -গোধূলি ও মধ্যাহ্ন -মধ্যরাত্রি হয় ।দিন রাত্রির বিভিন্ন অবস্থা সৃষ্টির ক্ষেত্রে ছায়াবৃত্তের বিশেষ ভূমিকা আছে। আবর্তনের সময় পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন এবং বিপরীত দিকের অর্ধাংশে হয় রাত্রি ।এই দিন ও রাত্রির মাঝামাঝি জায়গায় আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে।