একটি চাকার ব্যাস ৪.৫ মিটার। চাকাটি ৩৬০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে ,
চাকার ব্যাস = ৪.৫
অতএব ,ব্যাসার্ধ ,r= ৪.৫/২
= ২.২৫
অতএব ,পরিধি = ২πr
= ২×২২/৭×২.২৫
= ৯৯/৭
তাহলে,চাকাটি ৯৯/৭ মিটার যায় ১ বার ঘুরে
অতএব, " ১ " " ৭/৯৯ " "
অতএব , " ৩৬০ " " (৭×৩৬০)/৯৯ "
≈২৫ বার