Solution
Correct Answer: Option A
ষত্ব বিধানের নিয়মানুসারে ,কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য -ষ হয় । এগুলোকে খাঁটি ষত্ব বিধানও বলে ।
যেমনঃ
আষাঢ়, শেষ, ঈষৎ, দ্বেষ, ভাষা, কলুষ, ভাষ্য, মানুষ, ষোড়শ, কোষ, পৌষ, রোষ, ষট, পুরুষ, ষণ্ড, প্রত্যূষ, আভাষ, ভাষণ, অভিলাষ, পোষণ, ঊষর, তোষণ, ঊষা, শোষণ, ঔষধ, বিষাণ, ষড়যন্ত্র, পাষাণ, বিশেষ, ভূষণ, সরিষা, দূষণ।
- ঋ কিংবা ‘ঋ-কার’ এর পর মূর্ধন্য-ষ হয়। যেমন- ঋষি, কৃষক।
- ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত্য -স না হয়ে মূর্ধন্য -ষ হয় । যেমন -স্পষ্ট ,যথেষ্ট।