'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?

A নাটক

B কাব্য

C গীতি কবিতা

D উপন্যাস

Solution

Correct Answer: Option D

মীর মশাররফ হোসেন রচিত 'উদাসীন পথিকের মনের কথা' একটি ইতিহাস আশ্রিত উপাখ্যানধর্মী আত্মজীবনীমূলক উপন্যাস ।
- 'উদাসীন পথিক' নামে মশাররফ হোসেন এ গ্রন্থে তাঁর ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন । এখানে লেখক তার পারিবারিক ইতিবৃত্তি বর্ণনা ও নিজের পিতা -মাতাকে যথেষ্ট শ্রদ্ধার সাথে চিত্রিত করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে হিন্দু -মুসলিমের মিলন কামনা প্রত্যাশা করেছেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions