'দারিদ্রতা' শব্দটি অশুদ্ধ কেন?

A প্রত্যয়জনিত কারণে

B উপসর্গজনিত কারণে

C কারকজনিত কারণে

D অনুসর্গজনিত কারণে

Solution

Correct Answer: Option A

সাধারণত বিশেষণ পদের শেষে য -প্রত্যয় বা তা -প্রত্যয় যোগ করা হলে ,বিশেষণ পদটি বিশেষ্য পদে রূপান্তরিত হয়; পুনরায় ওই বিশেষ পদের সাথে যদি আবার প্রত্যয় যোগ করা হয় ,তাহলে অপপ্রয়োগ ঘটে ।
যেমন: 'দরিদ্র 'একটি বিশেষণ পদ । 'দারিদ্র' একটি বিশেষ্য পদ । এবার 'দারিদ্র্য'র' সাথে যদি তা -প্রত্যয় যোগ করা হয় ,তাহলে গঠিত হয় (দারিদ্র্য+তা ) =(দারিদ্র্যতা ) ।
'দারিদ্র্যতা ' গঠনে একই সঙ্গে য -প্রত্যয় ও তা -প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এটি অশুদ্ধ শব্দ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions