ব্যধিকরণ বহুব্রীহি সমাস কোনটি ?

A সুশ্রী

B নিরুপায়

C সহোদর

D কথাসর্বস্ব

Solution

Correct Answer: Option D

যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয় , তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস ।
যেমন:
- বীণা পানিতে যার = বীণাপানি ;
- কথা সর্বস্ব যার =কথাসর্বস্ব ।
- সহ উদর যার =সহোদর > সোদর (বহুব্রীহি );
- নেই উপায় যার =নিরুপায় ;
- সুন্দর শ্রী যা =সুশ্রী (সমানাধিকার বহুব্রীহি ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions