সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ৫০ সে.মি. এবং ক্ষেত্রফল ১২০০ বর্গ সে.মি হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ =?
Solution
Correct Answer: Option D
আমরা জানি ,ত্রিভুজের ক্ষেত্রফল ১/২×b×c×sinA
= ১/২×৫০×৫০×sinA
=১২৫০×sinA
প্রশ্নমতে ,১২৫০×sinA=১২০০
বা, sinA=১২০০/১২৫০
বা, sinA=০.৯৬
বা, sinA=sin(৭৩.৭৪⁰)
A=৭৩.৭৪⁰