A General Pre-trained Transformer
B Genrative Programming Technology
C Generative Pre-trained Transformer
D Generic Programming Tool
Solution
Correct Answer: Option C
- GPT এর পূর্ণরূপ হলো Generative Pre-trained Transformer।
- এটি মূলত এক ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম।
- এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো এটি আগে থেকেই বিশাল পরিমাণ তথ্য দিয়ে প্রশিক্ষিত (Pre-trained) থাকে এবং সেই জ্ঞান ব্যবহার করে নতুন তথ্য বা উত্তর তৈরি (Generative) করতে পারে।
- এই মডেলটি ট্রান্সফরমার (Transformer) আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি, যা ডিপ লার্নিংয়ের একটি শক্তিশালী পদ্ধতি।
- মার্কিন গবেষণা প্রতিষ্ঠান OpenAI এই প্রযুক্তিটি তৈরি করেছে, যা বর্তমানের জনপ্রিয় চ্যাটবট ChatGPT-এর মূল ভিত্তি।