ডেসমণ্ড টুটু কত সালে ,কি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন?
A ১৯৮৪ সালে,শান্তিতে
B ১৯৯৬ সালে ,রসায়নে
C ১৯৮৫ সালে, অর্থনীতিতে
D ১৯৮৪ সালে ,সাহিত্যে
Solution
Correct Answer: Option A
দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের প্রথা বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকা রাখার জন্য ১৯৮৪ সালে ডেসমণ্ড টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ।