'হে বঙ্গ ,ভাণ্ডারে তব বিবিধ রতন,পর-ধন-লোভে মত্ত ,করিনু ভ্রমণ পরদেশে ,ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।" এ কবিতাংশটির রচয়িতা কে?

A কাজী নজরুল ইসলাম

B জীবনানন্দ দাশ

C রবীন্দ্রনাথ ঠাকুর

D মাইকেল মধুসূদন দত্ত

Solution

Correct Answer: Option D

মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতার বিখ্যাত পঙক্তি 'হে বঙ্গ ,ভাণ্ডারে তব বিবিধ রতন;/তা সবে ,(অবোধ আমি !) অবেহেলা করি,/পর -ধনলোভে মত্ত,করিনু ভ্রুমণ পরেদেশে,/ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions