'বিমুগ্ধ' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
Solution
Correct Answer: Option B
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে ,আগে ধ্ , ভ্ কিংবা হ্ থাকলে এবং পরে ত থাকলে সন্ধিতে ধ্+ত স্থলে দ্ধ, ভ্+ত স্থলে দ্ধ এবং হ্+ত স্থলে গ্ধ হয় ।
- বিমুহ্+ত (হ্+ত =গ্+ধ ) বিমুগ্ধ ।
- বুধ্+ত =বুদ্ধ।