দুটি ত্রিভুজের মধ্যে কোণ উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
A তিন কোণ
B তিন বাহু
C দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
D দুই কোণ ও এক বাহু
Solution
Correct Answer: Option A
এখানে ,ত্রিভুজদ্বয় সদৃশ হলেও সর্বসম নয় ।
অতএব , দুইটি ত্রিভুজের মধ্যে কোণ তিনটি সমান হলেও ত্রিভুজদ্বয় সর্বসম নাও হতে পারে ।