'পাতিসনে শিলাতলে পদ্মপাতা' কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Solution
Correct Answer: Option D
আদেশ ,নিষেধ ,উপদেশ ,অনুরোধে ,আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয় ।যেমন ঃপাতিসনে শিলাতলে পদ্মপাতা।প্রদত্ত উদাহরণটি বর্তমান কালের অনুজ্ঞা হিসেবে উপদেশ অর্থে ব্যবহৃত হয়েছে।