কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
A বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা )
B জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
C গমনাগমন (গমন ও আগমন )
D নদীমাতৃক (নদী মাতা যার)
Solution
Correct Answer: Option A
- পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা ,দিয়া ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই তৃতীয়া তৎপুরুষ সমাস ।
- যেমন: মণ দ্বারা গড়া = মনগড়া ;বাক দ্বারা দত্তা = বাগদত্তা ।