A সত্য কথা বলিনি,তাই বিপদে পড়েছি
B মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
C বিপদ এবং দুঃখ এক সময়ে আসে
D যতই করিবে দান,তত যাবে বেড়ে
Solution
Correct Answer: Option B
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্যে ) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয় ) থাকে ,তাকে সরল বাক্য বলে।
তবে সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে । যেমন -মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে ।
প্রদত্ত উদাহরণটির যৌগিক রুপ হল -মেঘ গর্জন করে ,তবে ময়ূর নৃত্য করে ।