'গ্রন্থাগার' শব্দটি -

A নিপাতনে সিদ্ধ সন্ধি

B স্বরসন্ধি

C ব্যঞ্জন সন্ধি

D বিসর্গ সন্ধি

Solution

Correct Answer: Option B

-তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে ,অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়; আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন - গ্রন্থ+আগার (অ+আ=আ)=গ্রন্থাগার ; হিম +আলয় =হিমালয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions