৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপারে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?
Solution
Correct Answer: Option A
মনে করি,
বাঁশের টুকরার সাইজগুলো ৩x,৭x,১০x
" " " যোগফল = ৩x+৭x+১০x
=২০x
প্রশ্নমতে , ২০x=৬০
বা,x=৬০/২০
অতএব, x=৩
অএতব,১ম টুকরার দৈর্ঘ্য ৩×৩=৯ মিটার
২য় " " =৩×৭=২১ মিটার
৩য় " " =৩×১০=৩০ মিটার