কোন শব্দটি দ্বন্দ্ব সমাস ?

A দম্পতি

B সিংহাসন

C রাজপথ

D প্রভাত

Solution

Correct Answer: Option A

যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বুঝায় ,তাকে সম্বন্ধ বাচক দ্বন্দ্ব বলে। 
যেমনঃ 
- দম্‌ (জায়া ) ও পতি =দম্পতি ।
- সিংহ চিহ্নিত আসন =সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয় ); 
- পথের রাজা =রাজপথ (তৎপুরুষ ) ;
- প্র (প্রকৃষ্ট রুপে ) ভাত (আলোকিত )= প্রভাত (প্রাদি সমাস ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions