ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পরের সাথে ৩৬০ ডিগ্রী উপেক্ষা ছোট কোণ উৎপন্ন করে ঘণ্টায় ২ বার ।
অতএব , ৩০⁰ কোণ উৎপন্ন করে ১ ঘণ্টায় ২ বার
১২ " ২২ বার [নোট-২ অনুসারে]
এবং ২৪ " ৪৪ বার [নোট-১ অনুসারে]
এখানে ,যেহেতু ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টা কোন সময়ের কথা উল্লেখ নাই,সেহেতু অপশনে সঠিক উত্তর হিসেবে অপশন (ক) ২২ বার নেওয়া যেতে পারে
নোট-১ঃ ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের সাথে সমকোণ উৎপন্ন করে = ৪৪ বার [প্রতি ঘন্টায় ২বার করে ২৪ ঘন্টায় ৪৮ বার করার কথা। কিন্তু প্রকৃতপক্ষে দুপুর ও রাত ২:০০টা থেকে ২:৫৯ এবং ৮:০০টা থেকে ৮:৫৯ এই ৪ ঘন্টায় ১বার করে সমকোণ উৎপন্ন হয়।]
নোট-২ঃ ঘন্টা ও মিনিটের কাটা একটি অপরটির ওপরে অবস্থান করে = ২২ বার [প্রতি ঘন্টায় ১বার করে ২৪ ঘন্টায় ২৪ বার করার কথা, কিন্তু সকাল ও রাত ১১:০০ থেকে ১১:৫৯ এই সময়ে কাটা দুটি একটি অপরটির ওপরে অবস্থান করে না।]
নোট-৩ঃ ঘন্টা ও মিনিটের কাটা একটি অপরটির ঠিক বিপরীতে অবস্থান করে = ২২ বার। [প্রতি ঘন্টায় ১ বার করে ২৪ ঘন্টায় ২৪ বার করার কথা, কিন্তু ভোর ও সন্ধ্যে ৫:০০টা থেকে ৫:৫৯ এই দুই ঘন্টায় কাটা দুটি একটি অপরটির বিপরীতে অবস্থান করে না।]