দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ ,সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ?
Solution
Correct Answer: Option A
মনে করি ,
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক=x
" দশক " "=y
অতএব, সংখ্যাটি =১০y+x
প্রশ্নমতে ,y=২x
তাহলে,
অঙ্কদ্বয়ের সমষ্টি =x+y=x+২x=৩x
অতএব, সংখ্যাটি =১০.২x+x
=২০x+x
=২১x
=৭×৩x
=৭× অঙ্কদ্বয়ের সমষ্টি