কোনটি জসীম উদ্দীনের কাব্য?

A চলে মুসাফির

B রাখালী

C বিষের বাঁশি

D সোনালি কাবিন

Solution

Correct Answer: Option B

জসীম উদ্‌দীন (১৯০৩-১৯৭৬) বিংশ শতাব্দীর আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি। গ্রামবাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন তাঁর কবিতার মূল উপজীব্য, এজন্য তাঁকে ‘পল্লিকবি’ বলা হয়। প্রশ্নে উল্লিখিত ‘রাখালী’ (১৯২৭) তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের অন্তর্ভুক্ত ‘কবর’ কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় সংযোজন, যা তিনি ছাত্রাবস্থায় রচনা করেছিলেন।

- ‘চলে মুসাফির’ জসীম উদ্‌দীনের রচিত একটি ভ্রমণকাহিনী
- ‘বিষের বাঁশি’ (১৯২৪) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- ‘সোনালি কাবিন’ (১৯৭৩) আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের রচিত কাব্যগ্রন্থ।

জসীম উদ্‌দীন রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- রাখালী (১৯২৭)
- নকশী কাঁথার মাঠ (১৯২৯)
- বালুচর (১৯৩০)
- ধানক্ষেত (১৯৩৩)
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩)
- হাসু (১৯৩৮)
- রঙিলা নায়ের মাঝি (১৯৩৫)
- রূপবতী (১৯৪৬)
- মাটির কান্না (১৯৫১)
- এক পয়সার বাঁশি (১৯৫৬) ইত্যাদি।

জেনে রাখা ভালো:
- ‘রাখালী’ কাব্যের ভূমিকা লিখেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ড. দীনেশচন্দ্র সেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক ছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions