Solution
Correct Answer: Option B
পদাবলী সাহিত্যে বৈষ্ণব পদাবলীর আদি বা প্রথম কবি হিসেবে বিদ্যাপতি স্বীকৃত। তিনি মিথিলার মানুষ হয়েও ব্রজবুলি ভাষায় যে অপূর্ব পদ রচনা করেছিলেন, তা বাংলা সাহিত্যে তাঁকে অমর করে রেখেছে। ‘বাঙালির হিয়া অমিয় মথিয়া’ অর্থাৎ বাঙালির হৃদয়ের অমৃত মন্থন করেই তাঁর কাব্যসৃষ্টি — রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। তিনি 'মৈথিল কোকিল' এবং 'অভিনব জয়দেব' উপাধিতেও ভূষিত হন।
উল্লেখ্য যে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি হলেন চণ্ডীদাস। তাঁকে অনেক সমালোচক পদাবলী সাহিত্যের প্রথম বাঙালি কবি হিসেবেও উল্লেখ করেন। অন্যদিকে, লুইপা হলেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ'-এর আদি কবি।
• বিদ্যাপতি:
- মিথিলার কবি হয়েও তিনি বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত।
- তাঁর পদের প্রধান রস হলো শৃঙ্গার বা প্রেমরস।
- বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন।
- তাঁর রচিত পদের সংখ্যা প্রায় আটশতাধিক।
- তিনি ছিলেন রাজা শিবসিংহের সভাকবি।
• গুরুত্বপূর্ণ তথ্য:
- বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বলা হয় - বিদ্যাপতি-কে।
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা - চণ্ডীদাস।
- ব্রজবুলি ভাষার প্রবর্তক - বিদ্যাপতি।
- বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় - গোবিন্দদাস-কে।
• বিদ্যাপতি রচিত গ্রন্থ:
- পুরুষ পরীক্ষা,
- কীর্তিলতা (অবহট্ঠ ভাষায় রচিত),
- কীর্তিপতাকা (অবহট্ঠ ভাষায় রচিত),
- ভূ-পরিক্রমা