দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ''টোকিও ট্রাইবুনালে'' জাপানের পক্ষে রায় দেন কোন বাঙালি বিচারক?
A সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B রাধা বিনোদ পাল
C সৈয়দ মোহাম্মদ সারওয়ার্দী
D নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়
Solution
Correct Answer: Option B
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপান আত্মসমর্পণ করেছিল। নিতে হয়েছিল যুদ্ধাপরাধের দায়। পরাজিত জাপানের শাসনের ভার যায় মিত্র শক্তির হাতে।
- মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের নির্দেশে যুদ্ধাপরাধে অভিযুক্ত জাপানিদের বিচারের জন্য গঠিত হয় 'ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট', যা টোকিও ট্রাইবুনাল নামে পরিচিত।
- ডগলাস ম্যাকআর্থার জাপানি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেন। অভিযুক্ত করা হয় ২৮ জন জাপানি রাজনীতিবিদ, সামরিক ও সরকারি কর্মকর্তাকে।
- এই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিযুক্ত হন অস্ট্রেলিয়ান বিচারপতি স্যার উইলিয়াম এফ ওয়েব।ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস মিলিয়ে ১০ দেশের ১০ জন বিচারককে। তাদের মধ্যে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাধা বিনোদ পাল।
- রাধা বিনোদ পাল ছিলেন একজন বাঙালি শিক্ষক ও আইনজীবী, যার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের কুষ্টিয়া ও রাজশাহীতে। তিনি টোকিও ট্রাইবুনালে একমাত্র বিচারক যিনি জাপানি যুদ্ধাপরাধীদের পক্ষে ডিসেন্টিং অপিনিয়ন (ভিন্নমত) প্রকাশ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই বিচারককে জাপানে জাতীয় বীরদের পর্যায়ের সম্মাননা দেয়া হয়।