Solution
Correct Answer: Option C
- একাইনোডার্মাটা বা Echinodermata পর্বের সকল প্রাণী সামুদ্রিক।
- এদের দেহে পানি সংবহনতন্ত্র বা Water Vascular System থাকে যা চলন ও খাদ্য গ্রহণে সাহায্য করে।
- এই পর্বের প্রাণীদের কোনো সদস্য মিঠাপানিতে বা স্থলে বাস করে না, এরা সমুদ্রের তলদেশে মুক্তভাবে চলাফেরা করে।
- এদের ত্বক কাঁটাযুক্ত হয়, তাই এদেরকে কাঁটাযুক্ত ত্বকবিশিষ্ট প্রাণী বলা হয়।
- এই পর্বের কিছু পরিচিত উদাহরণ হলো- তারামাছ (Star fish), ওফিওরা, সামুদ্রিক শসা (Sea cucumber) এবং সি-আরচিন।
- অন্যদিকে মলাস্কা, নিডারিয়া ও কর্ডাটা পর্বের প্রাণীরা সমুদ্রে এবং মিঠাপানি বা স্থলভাগেও বাস করতে পারে।