কোন পর্বের সকল প্রাণি সামুদ্রিক?

A Mollusca

B Cnidaria

C Echinodermata

D Chordata

Solution

Correct Answer: Option C

- একাইনোডার্মাটা বা Echinodermata পর্বের সকল প্রাণী সামুদ্রিক।
- এদের দেহে পানি সংবহনতন্ত্র বা Water Vascular System থাকে যা চলন ও খাদ্য গ্রহণে সাহায্য করে।
- এই পর্বের প্রাণীদের কোনো সদস্য মিঠাপানিতে বা স্থলে বাস করে না, এরা সমুদ্রের তলদেশে মুক্তভাবে চলাফেরা করে।
- এদের ত্বক কাঁটাযুক্ত হয়, তাই এদেরকে কাঁটাযুক্ত ত্বকবিশিষ্ট প্রাণী বলা হয়।
- এই পর্বের কিছু পরিচিত উদাহরণ হলো- তারামাছ (Star fish), ওফিওরা, সামুদ্রিক শসা (Sea cucumber) এবং সি-আরচিন।
- অন্যদিকে মলাস্কা, নিডারিয়া ও কর্ডাটা পর্বের প্রাণীরা সমুদ্রে এবং মিঠাপানি বা স্থলভাগেও বাস করতে পারে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions