Solution
Correct Answer: Option A
- উইলিয়াম বেটসন (William Bateson) ১৯০৫ সালে সর্বপ্রথম 'Genetics' বা জিনতত্ত্ব শব্দটি ব্যবহার করেন।
- গ্রিক শব্দ 'Genetikos' থেকে 'Genetics' শব্দটি এসেছে, যার অর্থ উদ্ভূত বা জন্মগত।
- বেটসন মেন্ডেলীয় নীতিগুলো জনপ্রিয় করে তোলেন এবং তিনিই প্রথম 'Epistasis' ধারণাটি বর্ণনা করেন।
- গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক (Father of Genetics) বলা হয়, কিন্তু তিনি 'Genetics' শব্দটি ব্যবহার করেননি।
- ১৯০০ সালে হুগো দ্য ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক ভন শেশমার্ক স্বতন্ত্রভাবে মেন্ডেলের বংশগতি সূত্র পুনরায় আবিষ্কার করেন।