Solution
Correct Answer: Option A
- পুরুষ সি-হর্স বা সিন্ধুঘোটকের পেটের কাছে একটি বিশেষ থলি থাকে, যাকে ব্রুড পাউচ (Brood pouch) বলা হয়।
- প্রজনন ঋতুতে স্ত্রী সি-হর্স এই থলির ভেতর ডিম পাড়ে এবং পুরুষ সি-হর্স সেই ডিমগুলোকে নিষিক্ত করে।
- ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত পুরুষ সি-হর্স এই থলিতেই বাচ্চাগুলোকে নিরাপদে বহন করে এবং লালন-পালন করে।
- প্রাণীজগতে পুরুষ প্রাণীর দ্বারা গর্ভধারণ বা বাচ্চা বহনের এটি একটি বিরল ও অনন্য উদাহরণ।