Solution
Correct Answer: Option C
- মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়ে যে সকল স্নায়ু মাথার খুলি বা করোটিকার ছিদ্রপথ দিয়ে বেরিয়ে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, তাদের করোটিক স্নায়ু (Cranial Nerves) বলা হয়।
- মানবদেহে এই করোটিক স্নায়ুর মোট সংখ্যা ১২ জোড়া।
- এগুলো রোমান সংখ্যা (I থেকে XII) দ্বারা চিহ্নিত করা হয় এবং প্রতিটি জোড়ার নির্দিষ্ট নাম ও কাজ রয়েছে (যেমন: অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ ইত্যাদি)।
- এই স্নায়ুগুলো মূলত আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং মুখমন্ডলের পেশীগুলোর অনুভূতি গ্রহণ ও নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
- অন্যদিকে, মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন স্নায়ুর নাম হলো সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ, যার সংখ্যা মানুষের দেহে ৩১ জোড়া।