Solution
Correct Answer: Option A
- মাছেদের হৃদপিণ্ডকে ভেনাস হার্ট (Venous Heart) বলা হয়।
- কারণ এদের হৃদপিণ্ডের মধ্য দিয়ে সর্বদা কার্বন ডাই-অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত প্রবাহিত হয়।
- মাছের হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যেখানে একটি অলিন্দ এবং একটি নিলয় থাকে।
- এদের রক্ত সংবহনতন্ত্র হলো একচক্রী, অর্থাৎ রক্ত হৃদপিণ্ডের মধ্য দিয়ে মাত্র একবার প্রবাহিত হয়।
- ভেনাস হার্ট মূলত ফুলকার সাহায্যে রক্ত পরিশোধন করার জন্য রক্ত পাম্প করে থাকে।