Solution
Correct Answer: Option C
- মূত্রের স্বাভাবিক হলুদ রঙের জন্য মূলত দায়ী 'ইউরোক্রোম' (Urochrome) নামক রঞ্জক পদার্থ।
- শরীরে হিমোগ্লোবিন ভেঙে যাওয়ার প্রাকৃতিক প্রক্রিয়ায় উপজাত বা বর্জ্য পদার্থ হিসেবে এই ইউরোক্রোম তৈরি হয়।
- আমরা যখন পর্যাপ্ত পরিমাণে পানি পান করি, তখন মূত্রের এই হলুদ রঙ হালকা হয়ে আসে।
- কিন্তু শরীরে পানির ঘাটতি দেখা দিলে বা পানিশূন্যতা তৈরি হলে ইউরোক্রোমের ঘনত্ব বেড়ে যায়, ফলে মূত্রের রঙ গাঢ় হলুদ দেখায়।
- এছাড়া কিছু সুনির্দিষ্ট ভিটামিন (যেমন- ভিটামিন বি) বা ওষুধের কারণেও মূত্রের রঙে পরিবর্তন আসতে পারে।
- যকৃতে উৎপাদিত বর্জ্য পদার্থ 'বিলিরুবিন'-এর উপস্থিতি সাধারণত মূত্র বা মলকে কালচে বা হলুদাভ করতে পারে, তবে স্বাভাবিক অবস্থায় মূত্রের প্রধান হলুদ রঙের কারণ ইউরোক্রোমই।