Solution
Correct Answer: Option C
- 'মাতঙ্গ' শব্দটি বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এর মূল অর্থ হলো হাতি বা হস্তী।
- 'মতঙ্গ' ঋষির নামানুসারে বা 'মতঙ্গজ' (মতঙ্গ ঋষির অভিশাপে প্রাপ্ত জন্ম) থেকেই এই শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, মাতঙ্গ অর্থ— হাতি, হস্তী, নাগ, কুঞ্জর, গজ ইত্যাদি।
• উদাহরণ:
- মাতঙ্গ যেমন বনের রাজা সিংহকে ভয় পায়, তেমনি পাপী ব্যক্তি মৃত্যুকে। (বাক্যে প্রয়োগ)