GCF এর সদর দপ্তর কোথায়?

A স্পেন

B যুক্তরাজ্য

C ইতালি

D দক্ষিণ কোরিয়া

Solution

Correct Answer: Option D

- Green Climate Fund (GCF) 2010 সালে COP16 (Conference of the Parties)-এ প্রতিষ্ঠিত হয়েছিল।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund (GCF) বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থ মঞ্জুর করেছে।
- GCF-এর লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোকে তাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করা।
- এর সদরদপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions