১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, ১ হালি লেবুর ক্রয়মূল্য ১০ টাকা।
২০% লাভে,
১০০ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্য হবে = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
১ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্য হবে = ১২০/১০০ টাকা
১০ টাকা ক্রয়মূল্যে বিক্রয়মূল্য হবে = (১২০ × ১০)/১০০ টাকা
= ১২ টাকা
অর্থাৎ, ২০% লাভ করতে হলে ১০ টাকায় কেনা ১ হালি লেবু বিক্রয় করতে হবে ১২ টাকায়।

এখন,
১২ টাকায় বিক্রয় করতে হবে ১ হালি লেবু
১ টাকায় বিক্রয় করতে হবে ১/১২ হালি লেবু
৬০ টাকায় বিক্রয় করতে হবে (১ × ৬০) / ১২ হালি লেবু
= ৫ হালি লেবু
সুতরাং, ৬০ টাকায় ৫ হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে।

শর্টকাট নিয়ম:
ক্রয়মূল্য ১০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য = ১২ টাকা (প্রতি হালি)
মোট বিক্রয়মূল্য = ৬০ টাকা
বিক্রয় করতে হবে = ৬০/১২ = ৫ হালি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions