৯০ ডিগ্রি কোণের পূরক কোণ কত?

A ০ ডিগ্রি

B ৯০ ডিগ্রি

C ১৮০ ডিগ্রি

D ৩৬০ ডিগ্রি

Solution

Correct Answer: Option A

আমরা জানি, দুইটি কোণের পরিমাপের যোগফল ৯০° হলে, কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয়।
ধরি, ৯০° কোণের পূরক কোণ = ক

প্রশ্নমতে,
ক + ৯০° = ৯০°
বা, ক = ৯০° - ৯০° [পক্ষান্তর করে]
বা, ক = ০°
সুতরাং, ৯০° কোণের পূরক কোণ ০°

শর্টকাট টেকনিক:
যেকোনো কোণের পূরক কোণ বের করার নিয়ম হলো ৯০° থেকে প্রদত্ত কোণটি বিয়োগ করা।
$\therefore$ নির্ণেয় কোণ = ৯০° - প্রদত্ত কোণ
= ৯০° - ৯০°
= ০°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions