Solution
Correct Answer: Option D
- রটার্ডাম নেদারল্যান্ডের দক্ষিণ হল্যান্ড প্রদেশে অবস্থিত একটি প্রধান বন্দর নগরী।
- এক সময় এই বন্দরটি বিশ্বের সবচাইতে ব্যস্ততম বন্দর ছিল।
- তবে বর্তমানে সিঙ্গাপুর ও সাংহাই বন্দরের পরে এটি বিশ্বের তৃতীয় ব্যস্ততম বন্দর।
- কিন্তু পণ্য ওঠানামার দিক থেকে এটি ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে পরিচিত।
- রটার্ডাম বন্দরের সাথে রাইন, মিউজ ও স্যাল্ড—এই তিনটি নদীর সংযোগ রয়েছে।
- এই তিনটি নদীর সংযোগ থাকার কারণে এই বন্দরের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে সহজে পণ্য পরিবহন করা যায়।