প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরের ভাষা কোনটি?

A বৈদিক

B সংস্কৃতি

C মৈথিলী

D প্রাচীন প্রাচ্য

Solution

Correct Answer: Option D

ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে 'বাংলা ভাষার কুলজী' শিরোনামে বাংলা ভাষার স্তরবিন্যাস আলোচিত হয়েছে এভাবেঃ
হিন্দ-য়ুরপায়ণ → শতম → হিন্দ-আর্য → প্রাচীন ভারতীয় আর্য → প্রাচীন কথ্য ভারতীয় আর্য → প্রাচীন প্রাচ্য  → গৌড়ী প্রাকৃত → গৌড়ী অপভ্রংশ → বঙ্গ কামরুপী → বাংলা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions