অন্যান্য শব্দের প্রমিত বাংলা উচ্চারণ কোনটি ?

A ওন্‌নান্‌ন

B শুন্যান্য

C অন্‌ন্যন্‌নো

D ওন্‌নান্‌নো

Solution

Correct Answer: Option D

প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম
 ১। উচ্চতর > (উচ্‌চোতরো) গুরুতর > (গুরুতরো) 
২। সর্বোত্তম > (শর্‌বোত্‌তমো) বৃহত্তম > (বৃহত্‌তমো) 
৩। ঊর্ধ্বতন > (উর্‌ধোতনো) পূর্বতন > (পুর্‌বোতনো)
 অন্ত্য-অ উচ্চারণরীতি-২ 
ক) ১। 'তর' (তরো), ২। 'তম' (তমো), ৩। 'তন' (তনো) প্রত্যয় সংযুক্ত বিশেষণ পদের অন্তিম 'অ' ও-কারান্ত উচ্চারিত হয়।
 ১। (ৈ) তৈল > (তোই্‌লো) তৈলমর্দন > (তোই্‌লোমর্‌দোন) 
২। (ৌ) যৌন > (জোউ্‌নো) যৌনকর্ম > (জোউ্‌নোকর্‌মো)
 ৩। (ং) হংস > (হংশো) হংসমিথুন > (হংশোমিথুন্) 
৪। (ঃ) দুঃখ > (দুক্‌খো) দুঃখলাঘব > (দুক্‌খোলাঘব্)
 ৫। (ৃ ) মৃগ > (মৃগো) মৃগনয়না > (মৃগোনয়োনা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions