Solution
Correct Answer: Option C
- ইংরেজি herbivorous শব্দটির অর্থ তৃণভোজী অর্থাৎ যারা ঘাস ও লতাপাতা খেয়ে জীবন ধারণ করে।
- জীববিজ্ঞানের ভাষায় প্রাণীদের খাদ্যাভ্যাস অনুযায়ী তিনভাগে ভাগ করা হয়: কার্নিভোরাস (মাংসাশী), হার্বিভোরাস (তৃণভোজী) এবং ওমনিভোরাস (সর্বভুক)।
- যে সকল প্রাণী শুধুমাত্র উদ্ভিদ বা উদ্ভিদজাত খাবার খেয়ে বেঁচে থাকে তাদের Herbivorous বা তৃণভোজী প্রাণী বলে। যেমন- গরু, ছাগল ও ঘোড়া।
- অন্যদিকে যারা শুধুমাত্র মাংস খায় তাদের Carnivorous এবং যারা উদ্ভিদ ও প্রাণী উভয়ই খায় তাদের Omnivorous বলা হয়।