Solution
Correct Answer: Option D
- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরূঢ় শব্দ বলে।
- যেমন: তুরঙ্গম।
- 'স্ত্রী না থাকলেও যে সংযমী থাকতে পারে' বা 'ইচ্ছে করলেই দৌড়ের বেগ যে বাড়াতে পারে' অর্থ পরিত্যাগ করে 'তুরঙ্গম' শব্দটি শুধু 'ঘোড়া' অর্থে ব্যবহৃত হয়েছে।