Solution
Correct Answer: Option B
- যে সকল উদ্ভিদের ফুল, ফল হয় এদের সপুষ্পক উদ্ভিদ বলে।
- এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কান্ড ও পাতায় বিভক্ত।
- যেমন: আম, জাম, কাঠাল, শাপলা, ধান, মরিচ প্রভৃতি।
অন্যদিকে,
- যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে।
- মস, ফার্ন, ঢেকিশাক প্রভৃতি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ।