মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম- 

A Bing 

B AWC 

C Azure 

D EC2

Solution

Correct Answer: Option C

- ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে।
- এটি এমন একটি প্রযুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটটিং সেবা প্রদান করে থাকে।
- ২০০৬ সালে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন বাণিজ্যিকভাবে ক্লাউট কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- Pay as You Go একটি সাম্প্রতিক payment service model, যা Cloud Computing সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে।
- Azure মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম।

- অন্যদিকে Bing মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন এবং Amazon web Service (AWC), Amazon Elastic Computer (EC2) আমাজনের ক্লাউড প্লাটফর্ম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions