Solution
Correct Answer: Option C
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে।
- এটি এমন একটি প্রযুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটটিং সেবা প্রদান করে থাকে।
- ২০০৬ সালে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন বাণিজ্যিকভাবে ক্লাউট কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- Pay as You Go একটি সাম্প্রতিক payment service model, যা Cloud Computing সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অনুসরণ করে।
- Azure মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম।
- অন্যদিকে Bing মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন এবং Amazon web Service (AWC), Amazon Elastic Computer (EC2) আমাজনের ক্লাউড প্লাটফর্ম।