মস্তিষ্কে আবৃতকারী পর্দাথ নাম কী? 

A অস্ট্রিয়া 

B পেরিকার্ডিয়াম 

C মেনিনজেস 

D মায়োকার্ডিয়াম

Solution

Correct Answer: Option C

- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে।
- আর মস্তিষ্কের আবৃতকারী পর্দার নাম মেনিনজেস।
- স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই আবরণটির তিনটি স্তর থাকে (ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার)।
- মেনিনজেসের প্রাথমিক কাজ হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions