কাজী নজরুল ইসলাম তাঁর কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
A যুগবাণী
B সঞ্চিতা
C ব্যথারদান
D সিন্ধু-হিন্দোল
Solution
Correct Answer: Option B
- কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতার সংকলন 'সঞ্চিতা' (১৯২৮)।
- 'সঞ্চিতা'য় মোট ৭৮টি কবিতা ও ১৭টি গান সংকলিত আছে।
- এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত কবিতার সংকলন 'সঞ্চয়িতা' (১৯৩১)।