বাষ্পের ক্রিটিক্যাল চাপ কত?
A ২২১.২ বার
B ২২০ বার
C ১২০ বার
D ৩০০ বার
Solution
Correct Answer: Option B
- বাষ্পচাপ হলো তরল বাষ্পীভবনের ফলে সৃষ্ট চাপ।
- আর ক্রিটিক্যাল (জটিল) চাপ হলো ক্রিটিক্যাল তাপমাত্রায় গ্যাসকে তরল করার জন্য প্রয়োজনীয় চাপ।
- বাষ্পের জটিল চাপ হলো 220.6 বার এবং গুরুত্বপূর্ণ তাপমাত্রা 374°C।