ডিজেল ইঞ্জিনে নীল ধোঁয়া কি নির্দেশ করে?
A পোড়া তেল
B HC
C NO
D CO
Solution
Correct Answer: Option A
- ডিজেল ইঞ্জিনে নীল ধোঁয়া পোড়া তেল নির্দেশ করে।
- লুব অয়েল যখন এক্সষ্টে এসে পড়ে তখন এ রঙের সৃষ্টি হয়।
- তাছাড়া সিলিন্ডার লাইনার বা পিস্টন রিং ক্ষয় হয়ে গেলে এবং পিস্ট রিং আটকে গেলেও এ রঙের ধোঁয়া দেখা যায়।