Solution
Correct Answer: Option D
- যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ কোন অবস্থায় চলাচল করতে পারে না, তাদেরকে অন্তরক বা অপরিবাহী বলে।
- যেমন: কর্ক, কাচ, রাবার, ইবোনাইট, সিরামিক প্রভৃতি।
- কর্ক ছিদ্রযুক্ত হওয়ায় এর মধ্যে বায়ু আটকে থাকে। বাতাসের তাপ পরিবাহিতা কম তাই কর্ক একটি অন্তরক হিসেবে কাজ করে।
- এটি বায়ু বা কর্কের কোষ গুলোকে পূর্ণ করে যা এটিকে একটি তাপ নিরোধক করে তোলে।