ওপেন সাইকেল গ্যাস টারবাইন প্লান্টের তাপ দক্ষতা উন্নত করতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? 

A ইন্টার কুলিং 

B রিহিটিং 

C রিজেনারেশন 

D উল্লেখিত সবগুলো

Solution

Correct Answer: Option D

- ওপেন সাইকেল গ্যাস টারবাইন ইঞ্জিন বেশিরভাগ ক্ষেত্রে উন্মুক্ত চক্রে কাজ করে।
- এতে বাতাসকে টেনে এনে সংকুচিত করে জ্বালানির সাথে মিশ্রিত করে এবং এবং দহন চেম্বারে পুড়িয়ে ফেলা হয়।
- উত্তপ্ত উচ্চ চাপ গ্যাসগুলো একটি টারবাইনের মাধ্যমে প্রসারিত হয়, যা একটি বিদ্যুৎ জেনারেটর চালানেরর জন্য যান্ত্রিক শক্তি উৎপন্ন করে।
- ওপেন সাইকেল গ্যাস টারবাহনে (OCGT) তাপ দক্ষতা উন্নত করতে ইন্টার কুলিং, রিহিটিং ও রিজেনারেশন ব্যবহৃত পদ্ধতি ব্যবহার করা হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions