Solution
Correct Answer: Option A
- যে noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যকে বুঝায়, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে Abstract noun বলে।
- অর্থাৎ যে word দ্বারা বিমূর্ত বিষয় বা ধারণার নাম বোঝায় তাকে abstract noun বলে।
- যেমন: Manhood, humanity, freedom, infancy, honesty ইত্যাদি।