'ইন্দির ঠাকরুন' বাংলা কোন উপন্যাসের চরিত্র?
Solution
Correct Answer: Option C
উপন্যাস: চরিত্র
পথের পাঁচালী: অপু, হরিহর রায়, সর্বজয়া, দুর্গা, পিসি ইন্দির ঠাকরুন।
পুতুলনাচের ইতিকথা: শশী, কুসুম, যাদব পণ্ডিত।
দুর্গেশনন্দিনী: জগৎসিংহ, আয়েশা, তিলোত্তমা।
কবি: নিতাইচরণ, বসন্ত, তারণ মণ্ডল।