The ring is made ...... gold. Fill in the blank with appropriate preposition.
Solution
Correct Answer: Option C
শূন্যস্থানে of বসালে বাক্যটি শুদ্ধ হবে ।কারণ যে উপাদান দ্বারা কোন কিছু তৈরি সেই উপাদান যদি তৈরিকৃত বস্তুর মধ্যে দৃশ্যমান হয় তাহলে make এর পরে of বসে ।
যেমন:
- The ring is made of gold .কারণ ring এর মধ্যে gold দৃশ্যমান ।
অন্যদিকে,
যদি দৃশ্যমান না হয় তাহলে make from ব্যবহৃত হয় ।
যেমন -Paper is made from wood .কারণ কাগজের মধ্যে কাঠ দৃশ্যমান নয় ।